Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Bangadesh Manobadhikar Foundation

জোঁক আতঙ্কে শিক্ষার্থী হাওয়া!

বিডিনিউজডেস্ক.কম | তারিখঃ ৩০.০৬.২০১৮

লক্ষ্মীপুরের রায়পুরের কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জোঁক আতঙ্কে আছে।

স্কুলের একাংশে ডোবা ও ক্ষেত থাকায় বর্ষা মৌসুমে জোঁকের উৎপাত বেড়ে যায়। ফলে শিক্ষার্থীরা মাঠে নামতে পারে না। আতঙ্কে নিয়মিত সমাবেশও (অ্যাসেম্বলি) করা সম্ভব হয় না। পরিস্থিতি মোকাবেলায় মাঠে বিভিন্ন সময় কীটনাশক ব্যবহার করেও কোনো সুফল মেলেনি। এ অবস্থায় স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।

গত বৃহস্পতিবার দুপুরে স্কুলে গিয়ে ২৫-৩০ শিক্ষার্থীকে দেখা গেছে। জোঁক আতঙ্কে অনেক সহপাঠী আসেনি বলে তারা জানায়।

স্কুলের পূর্ব পাশের জমিতে অব্যবহৃত ডোবা ও উত্তর পাশে ফসলের ক্ষেত আছে। বর্ষা এলেই এখান থেকে স্কুল মাঠে জোঁকের আনাগোনা শুরু হয়। ফলে বিরতির সময় খেলার জন্য মাঠে নামতে পারে না শিক্ষার্থীরা। অনেকে ভয়ে ক্লাস থেকেই বের হয় না। গেল বছর জোঁক আতঙ্কে কয়েক দিন স্কুল বন্ধ থাকার রেকর্ডও আছে।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, ‘স্কুলে জোঁক আতঙ্কের বিষয়ে কেউ আমাকে জানায়নি। প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’