Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Bangadesh Manobadhikar Foundation

বিনোদন ডেস্ক | তারিখঃ ০৭.০৪.২০২১

বলিউড তারকা অক্ষয় কুমার সম্প্রতি করোনায় আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছিলেন।

এবার জানা গেল, এই অভিনেতার সংস্পর্শে আসা আরো ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

জানা গেছে, আক্রান্তরা অক্ষয়ের পরবর্তী ছবি 'রাম সেতু'র শুটিংয়ের কাজে সংশ্লিষ্ট ছিলেন। এর আগে অক্ষয় জানিয়েছিলেন, আমার সংস্পর্শে যারা এসেছেন আপনারা যেন সবাই করোনা টেস্ট করান।

সেই মতো পরীক্ষায় ৪৫ জনের শরীরে করোনা সংক্রমণের খবর মেলে। অক্ষয়ের আগামী ছবি ‘রাম সেতু’র একাধিক কলাকুশলী করোনায় আক্রান্ত হয়েছেন। যা নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন ছবির নির্মাতারা। 

তবে অক্ষয়ের সংস্পর্শে আসা নতুন করে চিহ্নিত করোনায় আক্রান্তদের প্রায় প্রত্যেকেরই মৃদু বা কারো কোনো উপসর্গই নেই। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রত্যেককেই আইসোলেশনে রাখা হয়েছে। 

সূত্র : ইন্ডিয়া এক্সপ্রেস।